শম্ভুনাথ সেনঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বাড়িতে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে “ডুংরি প্রকাশনীর” ‘অমর্ত্য সেন সংখ্যা’ প্রকাশিত হয়। গত ৯ জুলাই সন্ধ্যায় পত্রিকার আবরণ উন্মোচন করেন স্বয়ং অমর্ত্য সেন। এই পত্রিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রখ্যাত অর্থনীতিবিদ জঁ দ্রেজ, ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, অধ্যাপক সৌম চক্রবর্তী, অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা৷ পত্রিকাটির সম্পাদনা করেন বীরভূমের এক সাংবাদিক অভিষেক দত্ত রায়।পত্রিকাটির প্রকাশক শুভ নাথ৷ সম্পূর্ণ শান্তিনিকেতনী ঘরানায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির প্রকাশ ঘটে৷ উদ্বোধনের পর প্রায় ২৫ মিনিটের বক্তব্যে শ্রী সেন তুলে ধরেন তাঁর প্রতিক্রিয়া৷ “ভারতবর্ষ” সাম্প্রদায়িকতার হাত থেকে মুক্ত হোক এই আশা তিনি ব্যক্ত করেন। পাশাপাশি একই সঙ্গে এদিন শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।