শম্ভুনাথ সেনঃ
সমাজের মঙ্গল কামনায়, সাংসারিক বিপদ-বিঘ্ন থেকে মুক্তি পেতে বীরভূমের গ্রামে গ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে “মা বিপদত্তারিণী ব্রত” উদযাপনে এক লোকায়ত উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে সেই দুদিনই দেবীর এই ব্রত পালন করা হয়। এবার চলতি বছরে আজ ৯ জুলাই মঙ্গলবার এবং পরবর্তী ১৩ জুলাই শনিবার অর্থাৎ ২৪ ও ২৮ আষাঢ় এই বিপদতারিনী পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম একটি রূপ “মা বিপত্তারিনী”। আজ মা ও মেয়েরা উপোস থেকে জেলার অন্যতম সতীপীঠ সাঁইথিয়া নন্দিকেশ্বরী তলা, তন্ত্রক্ষেত্র তারাপীঠে মাতারার মন্দির, দক্ষিণগ্রামে রক্ষাকালী মন্দির, ময়ূরেশ্বরের কোটাসুরে দ্বারবাসিনী কালীমন্দির, মুরারইতে রক্ষাকালী তলা জেলার এমন বহু গ্রামে ভিড় জমিয়েছেন।
১৩ রকমের ফুল-ফল, লাল সূতো,পান, দূর্বা এমন নানা নৈবেদ্য সাজিয়ে পুজো দিতে মন্দিরে মন্দিরে হাজির মা ও মেয়েরা। পুজো করা লাল সুতো ছেলে-মেয়েদের হাতে হাতে বেঁধে দেওয়া হয়। দক্ষিণগ্রাম ও মুরারই রক্ষাকালীতলা মন্দিরে সেই পুজোর ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। জেলার মল্লারপুর থানার অন্তর্গত দক্ষিণগ্রাম রক্ষাকালীতলা মন্দিরে আজ এই বিপদতারিণী ব্রত উৎসবে উপস্থিত গ্রামের শিখা রুজ, অনামিকা দে, চম্পা বায়েন, কল্পনা বায়েন, চুমকি ভাণ্ডারীরা। আসলে ধর্ম আজও মানুষকে রক্ষা করে। আর এই বিশ্বাসে নারীরা আজও সমাজ-সংসারের শান্তি ও মঙ্গল কামনায় বিপদ থেকে উদ্ধার পেতে ব্রতী হন। মিলিত হন লোকায়ত উৎসব “বিপত্তারিণী ব্রত” উদযাপনে।