শম্ভুনাথ সেনঃ
বেআইনিভাবে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে। বেশ ক’দিন ধরে বীরভূমের পৌরসভাগুলিতে সরকারি জায়গার উপর গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। এবার বীরভূমের পঞ্চায়েত এলাকাতেও এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ ১০ জুলাই মুরারই দু’নম্বর ব্লকের রুদ্রনগর পঞ্চায়েত ভবনের পাশেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। স্থানীয় বিডিও ও পাইকর থানার পুলিশের যৌথ উদ্যোগে রামপুরহাট মহকুমা শাসকের নির্দেশক্রমে রুদ্রনগর পঞ্চায়েতের পাশে সরকারি জায়গায় এই অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়। এই ঘটনার সাক্ষী থাকে সরকারি আধিকারিক সহ স্থানীয় বহু মানুষজন। সরকারি জায়গার উপরে এখানে একটি বাড়ি নির্মাণ করে একটি ব্যবসা চালানো হতো।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই, বীরভূম