জগন্নাথ দেবের পুজার মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন, খয়রাশোলের গীতাভবনে

বিপিন পালঃ

বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাশোল থানার গীতাভবন।গীতাভবন প্রতিষ্ঠার বয়স ৩৮ বছর। প্রতিষ্ঠা করেন স্বামী সত্যানন্দজী মহারাজ। প্রতিষ্ঠাকাল থেকে গীতা ভবনে চলে আসছে অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন। বছরের প্রতি মাসে গীতাভবনে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বুধবার গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ ও ভক্তদের উদ্যোগে প্রতি বছরের ন্যয় এবছরও আজকের দিনে শ্রদ্ধা, ভক্তি সহকারে শাস্ত্রীয় আচার মেনে জগন্নাথ দেবের পুজার মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন করা হল।

উৎসবের নিয়ম মতো ৫৬ ভোগের আয়োজন করা হয়। ৫৬ ভোগ্যসামগ্রী নিবেদনের মাধ্যমে অন্নকূট উৎসব পালন করা হলো। গীতা ভবনে আগত সকল ভক্তদের পেটপুরে সুমিষ্ট প্রসাদ সেবা করানো হলো। উপস্থিত ছিলেন গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ, অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী, ভাগবত পাঠক জশমীর সিং, সহ হাজারো ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *