শম্ভুনাথ সেনঃ
অগ্নিগর্ভ বাংলাদেশ। আমাদের ভাই-বোনেরা বেঁচে আছে কী না আমরা জানতে চাই, বাংলাদেশ থেকে আগত ভারতের মাটিতে দাঁড়িয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উদ্বিগ্ন। শান্তিনিকেতনের মাটিতে গতকাল ১৯ জুলাই সন্ধ্যায় মোমবাতি নিয়ে সরব হয় বাংলাদেশের পড়ুয়ারা। ভারতের বুকে শান্তিনিকেতনের রাস্তায় বাংলাদেশের সংরক্ষণ প্রথা নিয়ে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশের জাতীয় পতাকা ও মোমবাতি নিয়ে গাইলেন রবীন্দ্রসঙ্গীত ও বাংলাদেশের গান। উল্লেখ্য, কোটা আন্দোলনের জেরে বাংলাদেশের রাজপথ ছাত্রদের রক্তে রক্তাক্ত। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই মহুর্তে চরম বিশ্বৃঙ্খলা। ঐ দেশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রয়েছে এমনটাই দাবি করছে বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশী পড়ুয়ারা। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে তারা, পরিবার বন্ধু কারো সাথে যোগাযোগ হচ্ছে না। অন্য দিকে দেশের এই পরিস্থিতি মেনে নিতে পারছে না। তাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আর্জি দুপক্ষের সমঝোতায় এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেমে যাক। বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা এদিন সন্ধ্যায় শান্তিনিকেতনের রাস্তায় মোমবাতি হাতে মিছিল করে শান্তি ফেরানোর কামনা করেন।