
শম্ভুনাথ সেনঃ

রাজা, হাতি, ঘোড়া, মন্ত্রী, সেনা সবই রয়েছে। রাজত্ব করার সুযোগ আপনার হাতে। আসলে আজ আন্তর্জাতিক দাবা দিবস (International Chess Day)। ১৯৬৬ সাল থেকে বিশ্ব জুড়ে প্রতি বছর ২০ জুলাই এই দিনটি পালিত হয়। সারা বিশ্ব জুড়ে দাবা (Chess) খেলায়াড় এবং অনুরাগীরা এই দিনটি উৎসাহের সঙ্গে পালন করেন। দাবা খেলাকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে বীরভূম ডিস্ট্রিক চেস (CHESS-দাবা) এসোসিয়েশন নানা উদ্যোগ নিয়েছে। আজ ২০ জুলাই এই আন্তর্জাতিক দাবা দিবস একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বীরভূমের বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ হাইস্কুলে। এদিন দাবা প্রশিক্ষণ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে Mitra charitable trust এর কর্ণধার সঞ্জয় কুমার মিত্র বীরভূম জেলা দাবা সংস্থা কে দাবার প্রচার ও প্রসারের জন্য ৫০ টা চেস বোর্ড ও ১০ টা চেস ক্লক বিতরণ করেন বলে জানিয়েছেন চেস অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি তথা সাজিনা হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বিজয়কৃষ্ণ সাউ। এই কর্মশালায় অন্তত ৫০০ ছাত্র ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহন করেন। কর্মশালা পরিচালনা করেন প্রাক্তন খেলোয়াড় তথা জাতীয় স্তরের কোচ রাজেন্দ্র সিং। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী বক্সী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
