বীরভূমের জয়দেব কেন্দুলীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ

শম্ভুনাথ সেনঃ

একদিকে প্রকৃতি বাঁচানো পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আজ ২২ জুলাই এই কর্মসূচিতে সামিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ বীরভূম জেলা নেতৃত্ব। আজ বীরভূমের ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলীর জয়শঙ্কর বাবার সেবাশ্রমে বিজেপির পক্ষ থেকে “বেল” বৃক্ষরোপণ করা হয়। বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ এই বৃক্ষরোপন করেন। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা এবং এলাকার সাধারণ মানুষজন। বৃক্ষরোপনের পর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল জানান বিজেপির পক্ষ থেকে প্রকৃতি বাঁচানোর লক্ষ্যে সারা রাজ্য জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিজেপির প্রত্যেক দলীয় কর্মী সমর্থককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। অনাবৃষ্টি, প্রকৃতির খামখেয়ালিপনা সেইসঙ্গে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণ যে জরুরী সে কথায় তিনি এদিন জনসমক্ষে তুলে ধরেন। বীরভূম জেলা জুড়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *