শম্ভুনাথ সেনঃ
আদালতের নির্ধারিত দিনেই তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু সেখ খুনে সাক্ষ্য গ্রহণ শুরু হলো বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে। আজ ২৪ জুলাই রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ভাদু সেখ খুনে আজ দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বোমা মেরে ও গুলি করে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু সেখ। এই ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মৃত ভাদু সেখের দাদা বিকির আলী অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ১০ জনকে গ্রেপ্তার করে মামলা শুরু হয়। মামলা চলাকালীন তিনজনের জামিন মঞ্জুর হলেও জেল হেফাজতে রয়েছেন পলাশ খান, সঞ্জু সেখ ওরফে নূর ইসলাম, সোনা সেখ, নিউটন সেখ, সফিউদ্দীন, মাহি সেখরা। এদিন অভিযুক্ত ছ’জনকেই আদালতে হাজির করা হয়। উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবী পার্থ তপস্বী এবং আসামি পক্ষের আইনজীবি রঞ্জিত গাঙ্গুলী।