বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে সদ্যেজাতর মৃত্যুতে বিক্ষোভ, চিকিৎসা গাফিলতির ঘটনায় ডাক্তার, নার্সদের শোকজ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় গতকাল ২৩ জুলাই, মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। ঘটে ধুন্ধুমার কাণ্ড। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল চত্বর ও সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনায় ১ জন চিকিৎসক, ১ জন স্টাফ নার্স ও ২ জন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসেন জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ। হাসপাতাল চত্বরের অগ্নিগর্ভ পরিস্থিত সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন বোলপুর থানার আইসি, শান্তিনিকেতন ওসি ও পাঁড়ুই ওসিকে। সেই সঙ্গে ছিল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত ২১ জুলাই, রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যজ্ঞনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। তারপরেই স্বাভাবিকভাবেই তার বাচ্চা হয়। পরিবারের আরোও অভিযোগ লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। সোমবার রাতে মৃত্যু হয় সদ্যোজাতর। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই শিশুর মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *