শম্ভুনাথ সেনঃ
একটি ক্লাবের সদস্যদের কাজ শুধুমাত্র সেবা, সৎকার কিংবা খেলাধুলার চর্চা নিয়ে সময় কাটানো নয়, সামাজিক দায়িত্ব পালনে ঐ নজির গড়তে পারে। তেমনি মানবিক ভাবনা নিয়ে এগিয়ে আসা একটি ক্লাব সামাজিক দায়িত্ব পালনে নজর কেড়েছে বীরভূমের মুরারই “স্টার ক্লাব”। এই ক্লাবের সদস্যরা এক পিতৃহীন দুঃস্থ পরিবারের একটি মেয়ের বিবাহের সম্পূর্ণ আয়োজন করে তারা। প্যাণ্ডেল, আলোকসজ্জা, আত্মীয় কুটুম্ব ভোজন মেয়ে পক্ষের সাজ সরঞ্জাম যাবতীয় ব্যয়ভার বহন করেছে ক্লাবের সদস্যরা। এ তথ্য জানিয়েছেন ক্লাব সম্পাদক কাঞ্চন হক। ডলি বিবি নামে এই মেয়েটির বাড়ি মুরারয় এক নম্বর ব্লকের ভাদীশ্বর গ্রাম। পারিবারিক অসচ্ছলতার কারণে মেয়ের মা তাদের আর্থিক পরিস্থিতির কথা ক্লাব কর্তৃপক্ষকে জানাই। সেই প্রেক্ষিতে ক্লাবের সদস্যরা গতকাল এই আড়ম্বরপূর্ণ বিয়ের আয়োজন করে। গ্রামের এই দুঃস্থ পরিবারের মেয়েটির বিবাহের সম্পূর্ণ ব্যয় বহন করে ক্লাব কর্তৃপক্ষ। অন্তত ৪০০ জন আত্মীয়-স্বজনের ভোজের ব্যবস্থা করা হয়। এমন আরো কোন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন ক্লাব সম্পাদক কাঞ্চন হক।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম