শম্ভুনাথ সেনঃ
দিন দিন বাড়ছে জরায়ু ক্যান্সারে মৃত্যুর সংখ্যা। সারা ভারতবর্ষে বছরে অন্তত এক লক্ষের বেশি মেয়ে মারা যায় জরায়ু ক্যান্সারে। তার থেকে মেয়েদেরকে রক্ষা করতে একটাই উপায় পরিচ্ছন্ন দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার । আর সেই লক্ষ্যেই বীরভূমের “নপাড়া মহিলা কল্যাণ সমিতি এবং Jodo india social ফাউন্ডেশন বিগত সাত বছর ধরে হাজার হাজার দুঃস্থ তপশিলি জাতি, উপজাতি এবং মাইনোরিটি ছাত্রীদের মধ্যে দীর্ঘমেয়াদি কটনের স্যানিটারি ন্যাপকিন বিতরণের কাজে এগিয়ে এসেছে। ন্যাপকিন বিতরণের সাথে সাথে ছাত্রীদের কাছ থেকে পারিশ্রমিক বাবদ ৩০ টি করে সিড বল তৈরি করিয়ে নেওয়া হয়। এই সীড বলগুলি বর্ষাকালে ফাঁকা পরিত্যাক্ত জায়গায় প্রতিস্থাপন করে। সেখান থেকে বৃক্ষরোপন এবং বনসৃজন এর এক অভিনব ভাবনা নিয়ে কাজ করে চলেছে এই নপড়া মহিলা কল্যাণ সমিতি । আজ ২৪ জুলাই এমন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মহম্মাদবাজার ব্লকের কবিলপুর কেদারনাথ ভবানন্দ হাইস্কুলে। এদিন ছাত্রীদের হাতে যেমন স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয় তেমনি দেওয়া হয় তাদের বয়সন্ধিকালীন পরামর্শ। সংস্থার নির্দেশক্রমে ছাত্রীরা সীডবল তৈরিতেও হাত লাগায়। প্রোগ্রামের শেষে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর চন্দ্র সেন জানান এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটি স্কুলে হওয়া প্রয়োজন।পড়ুয়া অবস্থা থেকেই তাদের যেমন স্বাস্থ্য সচেতনতা বাড়বে, তেমনি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। নপাড়া মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে সভাপতি পম্পা ভদ্র এবং সংস্থার অন্যান্য সদস্যাগণ আশা, রিয়া, তপতী রাখিরা মেয়ে হয়ে হাজার হাজার মেয়ের পাশে দাঁড়াতে পেরে খুশি ব্যক্ত করেন। ভারতবর্ষ একদিন জরায়ু ক্যান্সার মুক্ত দেশ হিসেবে চিহ্নিত হবে বলে তারা আশাবাদী।