সেখ রিয়াজুদ্দিনঃ
গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় পাচারের রমরমা দৈনন্দিন বেড়েই চলেছে। নিত্য নতুন ভাবে পাচারের কৌশল অবলম্বন করতেও দেখা গেছে পাচারকারীদের।পুলিশ প্রশাসন ও তৎপর থাকায় পাচাকারীদের নিত্যনতুন কৌশল অবলম্বনের ছক বানচাল করে দিচ্ছেন এবং সেই সাথে পাচারকারীদের আটকও করে ফেলছেন।সেরূপ সরকারি বাসে যাত্রী সেজে ব্যাগ পত্রের মধ্যে কাপড়ের সাথে প্রচুর পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন মহিলা।
উক্ত ব্যাগ গুলি তল্লাশি চালিয়ে ৬৫ কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয় বলে খবর। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। পুলিশের কাছে আগাম খবর আসায় তৎক্ষণাৎ পুলিশ জাল বিস্তার করে ফেলেন।সন্দেহজনককৃত সরকারি বাসটি সামনে আসতেই পুলিশ বাসটির মধ্যে তল্লাশি অভিযান শুরু করেন। উদ্ধার হয় প্রায় ৬৫ কিলো গাঁজা, সঙ্গে তিনজন মহিলাকেও আটক করে পুলিশ। বীরভূম জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা যায় যে, দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। মহম্মদ বাজারের রায়পুর গ্রামের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে উপর বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিসট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। এরপর সেখান থেকে উদ্ধার হয় ৬৫ কিলো গাঁজা, একই সঙ্গে বাস থেকে তিনজন মহিলা কে আটক করা হয় বলে সর্বশেষ খবরে জানা যায়।