
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত অন্যতম “লোবা গ্রাম পঞ্চায়েত” বিরোধীশূন্য হল। গত পঞ্চায়েত নির্বাচনে মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয়লাভ করে। শুধুমাত্র একটি আসন জিতেছিল বিজেপি সদস্য ঝুমা রুইদাস। গতকাল ২৪ জুলাই লোবা কালীমন্দির প্রাঙ্গণে তৃণমূলের একটি দলীয় অনুষ্ঠানে বিজেপির সদস্য ঝুমা রুইদাস এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী সমর্থকরা যোগদান করেন।

ঝুমা রুইদাস এর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী, বীরভূম জেলা পরিষদের তৃণমূলের সদস্য মুনমুন ঘোষ সহ দলীয় কর্মী সমর্থকরা। বর্তমানে এই পঞ্চায়েতের ১৮ টি আসনই তৃণমূলের দখলে রইল।
