শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর ইলামবাজার মূল রাস্তায় মুর্গাবনি জঙ্গলের কাছে আজ সকাল থেকেই তৃণমূলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল জমায়েতের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তৃণমূলের পতাকা নিয়ে আদিবাসী মানুষজনেরা আজ এই মিছিলে সামিল হয়। এলাকার বিজেপি নেতৃত্ব আদিবাসীদের উপর জোর জুলুম অত্যাচার চালাচ্ছে বলেই তাদের দাবি। বিজেপির কর্মীদের শাস্তির দাবিতে রাস্তায় মিছিল করেন আদিবাসী মানুষজনেরা। হাতে তীর, ধনুক, ঝাঁটা, বটি সহ লাঠি-সোটা নিয়ে এদিনের এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মত।
উল্লেখ্য, গত ১৮ জুলাই বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের রবি মুর্মুর বিরুদ্ধে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে পথ অবরোধ হয়েছিল। অভিযোগ ছিল রবি মূর্মুর নেতৃত্বে আদিবাসীদের উপর অত্যাচার, মারধর এবং জমি কেড়ে নেওয়া হয়েছে। এমন নানা অভিযোগে সেদিন তৃণমূলের পতাকা নিয়ে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভে সামিল হয়। সেই মিছিলের পাল্টা প্রতিবাদে আজ এই জমায়েত বলে দলের পক্ষ থেকে জানানো হয়। তৃণমূল নেতা রবি মূর্মুকে হেনস্ত করার লক্ষ্যে বিজেপির লোকজন তৃণমূলের পতাকা নিয়ে সেদিন অবরোধ করেছিল বলে আজ তৃণমূলের পক্ষ থেকে দাবি ওঠে। তাদের হাতে সেদিন তৃণমূলের পতাকা কেইবা দিয়েছিল এই প্রশ্নও ওঠে এদিন। উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে হাজির হয় ইলামবাজার থানার পুলিশ।