বীরভূমের মুরারইতে CITU পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লক সমন্বয় কমিটি CITU পক্ষ থেকে বিভিন্ন দাবিতে স্থানীয় বিডিও সাহেবের নিকট আজ ২৫ জুলাই ডেপুটেশন দেওয়া হয়। মুরারই বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বাজার হয়ে বিডিও অফিস প্রাঙ্গনে এদিন দলীয় কর্মী সমর্থকরা জমায়েত হন। হকার উচ্ছেদের বিরুদ্ধে তারা স্লোগান দেন। উচ্ছেদ হওয়া হকারদের রুটি-রজির জন্য পুনর্বাসনের দাবি জানানো হয়। অস্বাভাবিক বিদ্যুতের বিল কমানো এবং স্মার্ট মিটার চালু না করা এমন বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত লিখিত স্মারকলিপি বিডিওর হাতে জমা দেন বলে সিটুর পক্ষ এরিয়া কমিটি সদস্য আতিউর রহমান জানিয়েছেন। নেতৃত্বের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরুল সেখ, শচীনন্দন কোনাই, নাসরিন সুলতানা প্রমুখ।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *