শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে গত ২৩ জুলাই থেকে চার দফা দাবিতে তিন দিন ধরেই বীরভূমের রামপুরহাটে চলছে ধর্না। এই ধর্না মঞ্চে আজ ২৫ জুলাই মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি, তাই রামপুরহাটের এই প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারছেন না। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে গত মঙ্গলবার থেকে চারদফা দাবি নিয়ে মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচী চালাচ্ছে জেলা বিজেপি। আজ এই ধর্না মঞ্চে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর। জেলা পুলিশের কাছে অনুমতির জন্য তিনদিন আগে থেকে আবেদন জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো বৈধ কারণ ছাড়াই ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারীর উপস্থিতির জন্য অনুমতি দেয়নি পুলিশ। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের এই সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট। হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানিয়েছেন।