শম্ভুনাথ সেনঃ
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং বনসৃজনের লক্ষ্যে ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গত ১৪ জুলাই থেকে চারা গাছ বিতরণ শুরু হয়েছে। এক পক্ষকাল জুড়ে অন্তত ১০,০০০ চারা গাছ বিলি হবে বলে সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন। এই বর্ষাকালীন সময়ে আম, নারকেল, লেবু, কুল, ড্রাগন ফল সহ আরো অন্যান্য গাছ দেওয়া হয়।
এই ব্লক এলাকার হাইস্কুল, প্রাইমারি স্কুল, অঙ্গনওয়ারী কেন্দ্র, এম এস কে, এস এস কে, ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয় সহ মোট ১৬৬ টি প্রতিষ্ঠানে এই চারা গাছ দেওয়া হয়। সেই সঙ্গে আগ্রহী সাধারণ মানুষজনদেরকে চারা গাছ বিতরণ করা হয়। মানুষের সুস্বাস্থ্য বজায় রাখতে ও অনাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পটি ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যে এই চারা গাছ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে বিদ্যালয়ের অঙ্গনে রোপন করা শুরু করেছে। সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্ম পত্রিকার ওয়েবসাইটের পাতায়।