শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুরে ক’দিন আগেই একদিনের জ্বরে এক শিশুর মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়ায়। এই এলাকায় দুবরাজপুর চার নম্বর ওয়ার্ডে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি সহ পৌর কর্তৃপক্ষ এলাকা পরিদর্শন করেন। এলাকার মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার বার্তা দেন। এছাড়া গতকাল ২৮ জুলাই, রবিবার দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে ডেঙ্গু সম্পর্কে সচেতন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি, দুবরাজপুর ব্লক গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সালমান মণ্ডল, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, পুর কাউন্সিলর সেখ নজির উদ্দিন, মানিক মুখার্জি, বনমালি ঘোষ, বুলটি চক্রবর্তী, ভাস্কর রুজ, সাগর কুণ্ডু সহ অন্যান্য সমাজ সচেতন মানুষজন। উপস্থিত ছিলেন স্থানীয় চিকিৎসক ডাঃ দিব্যেন্দু সিনহা, আশা দিদি ও অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ পৌরসভার সমস্ত ওয়ার্ডের কর্মী বৃন্দ।