শম্ভুনাথ সেনঃ
শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর প্রতিষ্ঠাতা ঠাকুর সত্যানন্দদেব। তাঁর ৫৬ তম তিরোধান তিথি যথোচিত শ্রদ্ধায়, স্মরণে প্রতিটি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে পালিত হয়। বীরভূমের দুবরাজপুর ও পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে নাম সংকীর্তন, হোম, মহাযজ্ঞের মধ্য দিয়ে তিরোধান তিথি উদযাপিত হয়। আলোচিত হয় ঠাকুরের কথা ও বাণী। এদিন আশ্রম অনুরাগী ভক্ত পুণ্যার্থীরা বিকেলে পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মহাযজ্ঞের পুণ্যাহুতিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সন্ধ্যা আরতির পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।