
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের লাভপুরে তারাশঙ্কর ভবনে ২৮ জুলাই ডাঃ প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমির বর্ষপূর্তিতে একদিনের অঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট অঙ্কনশিল্পী সমীর আইচ। অংশগ্রহন করে এলাকার পঞ্চাশজন শিক্ষার্থী শিল্পী। সমীর আইচ তাঁর বক্তব্যে বলেন, “শুধুমাত্র শখ বা প্রতিভার প্রকাশই নয়, সমাজে ভালো মানুষ তৈরি করতে হলে এই ধরনের কর্মসূচি একান্ত জরুরি”। বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক তথা শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন “আঁকা শেখানোই নয়, অঙ্কন শিল্পের মাধ্যমে যাতে আগামীতে শিক্ষার্থীদের জীবিকার সংস্থান হয়, সেই লক্ষ্যেই এই সংস্থা এগিয়ে চলেছে। একাডেমির অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ রীতা চ্যাটার্জী জানান, আগামীতে ভাস্কর্য নিয়েও এখানে একটি তিনদিনের কর্মশালার আয়োজন করা হবে।

উল্লেখ্য, ডাঃ প্রিয়জিৎ চাটার্জী ছিলেন প্রথিতযশা অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক। একই সঙ্গে তিনি ছিলেন চিত্রশিল্পী ও ভাস্কর। এক বছর আগেই তিনি প্রয়াত হন। তাঁর অকাল প্রয়াণে, তাঁর স্মৃতিতে তাঁর সহধর্মিনী ডাঃ রীতা চ্যাটার্জী ও পরিবার বর্গের সহায়তায় এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে লাভপুরে ডাক্তারবাবুর পৈতৃক ভিটায় প্রতিষ্ঠিত হয়েছে “ডাঃ প্রিয়জিৎ চ্যাটার্জী আর্ট একাডেমি”।

সারা বাড়ি সেজে ওঠে চিকিৎসক শিল্পীর ছবির একটি স্থায়ী আর্ট গ্যালারি। গ্রামীণ অঙ্কন প্রতিভা সম্পন্ন বিভিন্ন বয়সের ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ অবৈতনিকভাবে এই একাডেমিতে নিয়মিত ভাবে আঁকা শিখছে। এক বছর ধরে চলা এই একাডেমির ছাত্র-ছাত্রীদের নিয়ে কিছুদিন আগে স্থানীয় কালিকাপুরডাঙ্গা আদিবাসী গ্রামকে কেন্দ্র করে “ছবিগ্রাম” নির্মাণের কর্মশালা অনুষ্ঠিত হয়।
