
চন্দন চট্টোপাধ্যায়ঃ
‘কড়িধ্যা সাহিত্য সংবেদ’ (কসাস) আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হল গত ২৮ মে, কড়িধ্যা মিলনী সংঘ প্রাঙ্গণে। সংস্থার ওই মাসিক সভায় “স্বতন্ত্র সাহিত্য ধারায় নজরুল ইসলাম” শীর্ষক আলোচনা চক্রে উপভোগ্য ভাষণ দেন কবি সন্দীপন রায়। নাতিদীর্ঘ বক্তব্যে সন্দীপন বাবু বিদ্রোহী কবির সাহিত্য চর্চার বিভিন্ন আঙ্গিক তথ্য ও ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরেন। এছাড়া নজরুল গীতি ও নজরুলের কবিতা পাঠ ও আবৃত্তিতে অনুষ্ঠানটিকে বর্ণময় করে তোলেন অপূর্ব দাস, সুনেত্রা কর্মকার, সৃজসী চ্যাটার্জী, আগমানন্দ মুখোপাধ্যায়, মৃত্তিকা গঁড়াই, শিউলি কর্মকার, অর্পিতা চ্যাটার্জী, সৃঞ্জন চক্রবর্তী, সঞ্জীব চক্রবর্তী প্রমুখ শিল্পীরা। সভায় শ্রোতা দর্শকের উপস্থিতি ছিল আকর্ষণীয়। সবশেষে সকলকে চা-চক্রে আপ্যায়িত করা হয়।