অজয় নদের কজওয়ে জলের তলায়: বীরভূম-পশ্চিম বর্ধমানের যোগাযোগ বিচ্ছিন্ন

শম্ভুনাথ সেনঃ

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সাথে বীরভূমেও গতকাল পয়লা আগস্ট সন্ধ্যা থেকে বৃষ্টি নেমেছে। রাতভর একনাগাড়ে বৃষ্টির ফলে বীরভূমের বহু এলাকা জলমগ্ন। একটানা বৃষ্টিতেই বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী সংলগ্ন অজয় নদের ফেরিঘাট আজ বিকেলে ভেঙে গেছে। অজয় নদের দুকূল দিয়ে বইছে উপচে পড়া জল। ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। এই ফেরিঘাট ভেঙ্গে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। তবে সুখের কথা এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা। অত্যধিক বৃষ্টির কারণে কজওয়ে ভেঙে যাওয়ায় নদীর দুপ্রান্তেই বহু মানুষের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *