১-৭ আগষ্ট বীরভূমেও উদযাপিত হচ্ছে “বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ”

শম্ভুনাথ সেনঃ

১-৭ আগষ্ট শুরু হয়েছে “বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ”। প্রতি বছর পৃথিবীর ১২০ টিরও বেশি দেশে ১-৭ আগস্ট “বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ” পালিত হয়। শিশুকে বুকের দুধ খাওয়ানোয় উৎসাহ দান এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে মায়ের দুধের গুরুত্ব ও উপকারিতা বিষয়ে সচেতনতার লক্ষ্যে এই সপ্তাহ পালনের সার্থকতা। সারা দেশের সাথে বীরভূমের ময়ূরেশ্বর ১ নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের উদ্যোগে ব্লকের প্রতিটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালন গতকাল পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে। সব কেন্দ্রে মায়েদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা, আর সেই সভায় উপস্থিত থাকছেন বাবা ও পরিবারের বয়স জেষ্ঠ্যরাও।


আজ ২ আগষ্ট মূল অনুষ্ঠানটি হয় মদিয়ান বায়েনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। উপস্থিত ছিলেন সিডিপিও সায়নদীপ চ্যাটার্জি ও মুখ্য সেবিকা আয়েশা বেগম, মহাশ্বেতা কুন্ডু,পামেলা মন্ডল ও রোদোসী গড়াই সহ এলাকার স্বাস্থ্য কর্মীবৃন্দ ও সাধারণ মানুষজন।মায়েরা তাদের অভিজ্ঞতার কথা অন্যান্য মায়েদের কাছে তুলে ধরেন। প্রকল্প আধিকারিক সায়নদীপ চ্যাটার্জী ও মুখ্য সেবিকারা মায়ের বুকের দুধের উপকারিতা, শিশুর জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো আবশ্যিক একথা মায়েদের কাছে তুলে ধরেন। ফর্মুলা মিল্ক বা ফিড এর অপকারিতা,মধু জল ইত্যাদি পান না করানো বিষয়ে সতর্ক করা হয় মায়েদের। শিশুকে প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর বার্তা দেওয়া হয়। সাতদিন ধরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর উদ্যোগে বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহ পালিত হবে বিভিন্ন অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ খবর জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *