শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উদ্যোগে ইমপ্লিমেন্সি সাপোর্টিং এজেন্সির সহায়তায় এবং “জল জীবন, জল মিশন” প্রকল্পে জল সংরক্ষণ এবং ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে পদযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই হাইস্কুলে। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডাইরিয়া রুখতে কি কি করনীয় বা ডাইরিয়ার লক্ষণ, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দিতেই এই অনুষ্ঠান বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন ডায়রিয়া ও জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। উল্লেখ্য, সাধারণত বর্ষাকালে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি। তাই এই রোগ রুখতে ডায়েরিয়া প্রতিরোধ বিষয়ক প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রার মাধ্যমে চিনপাই এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা একটি আলোচনা সভা। ডায়েরিয়া হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে অবশ্যই যথাশীঘ্র নিয়ে যেতে হবে বলে বক্তারা জানান। এভাবেই বিদ্যালয়ের পড়ু্য়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধ এবং জল সংরক্ষণ বিষয়ে সচেতনতার বার্তা।উপস্থিত ছিলেন চিনপাই হাইস্কুলের প্রধান শিক্ষক মানিক চন্দ্র ঘোষ, সংস্থার প্রতিনিধি প্রণব ভুঁইয়া, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন এবং স্থানীয় আশা দিদি ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার ব্লক প্রজেক্ট ম্যানেজার সুমন্ত গোপ, ব্লক কমিউনিটি মবিলাইজার বিক্রম চৌধুরী প্রমুখ।