শম্ভুনাথ সেনঃ
পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা জলমগ্ন। গত পয়লা আগস্ট রাতভর একনাগারে বৃষ্টির দরুন কোপাই নদীর জলে জলমগ্ন মা কঙ্কালীতলা মন্দির। মন্দির চত্বরের উপর দিয়ে বইছে জল। উল্লেখ্য, কোপাই নদীর তীরে অবস্থিত বীরভূমের অন্যতম সতীপীঠ কংকালীতলা মন্দির৷ কোপাই নদীর ছাপিয়ে ওঠা জল দেবীর গর্ভগৃহে পর্যন্ত ঢুকে গিয়েছে৷ বন্ধ হয়ে গিয়েছে পূজার্চনা৷ তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি মন্দিরের সেবাইতরা। এক কোমর জলের মধ্য দিয়ে আজ শনিবার মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে ভোগ নিবেদন করা হয় বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিতরা৷ প্রতিদিন এই মন্দিরে প্রচুর পুণ্যার্থী আসেন কঙ্কালী মায়ের পুজো দিতে। অনেকে আজ হাঁটু জল পেরিয়ে মাকে দর্শন করেন। অন্যদিকে জলমগ্ন হওয়ায় কঙ্কালীতলা দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। একনাগারে টানা বৃষ্টির দরুন বীরভূমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ক্রমাগত বৃষ্টিপাতের জেরে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী গ্রামগুলির। একাধিক জায়গায় নদীর বাঁধে ফাটল দেখা দিচ্ছে। যার ফলে চরম আতঙ্কিত এই সমস্ত এলাকার বাসিন্দারা। জেলার বিভিন্ন নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল।