শম্ভুনাথ সেনঃ
বিগত ২-৩ দিনের ভারি বৃষ্টিপাতের বীরভূমের বহু নদীতেই জল বেড়েছে। একনাগাড়ে বৃষ্টির জেরে বীরভূমের লাভপুরে কুঁয়ে নদীর জলস্তর বিপদ সীমার উপরে পৌঁছায়। গতকাল রাতে একটানা বৃষ্টিপাতের ফলে লাভপুরের ঠিবা অঞ্চলের তালতলায় জলের তোড়ে নদী বাঁধ ভেঙে যায়। যার ফলে ঠিবা সহ সংলগ্ন বলরামপুর, জয়চন্দ্রপুর, খাঁপুর এমন ৫-৬ টি গ্রাম কার্যত জলের তলায়।
প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের উদ্ধার করে স্থানীয় স্কুল ঘরে রাখা হয়। আজ সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসনের কর্তা ব্যক্তিরা।ঘটনাস্থলে এসে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের তরফে রাস্তায় ব্যারিকেড বেঁধে দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় বানভাসি সকল সাধারণ মানুষজনদের।