রোগী মৃত্যুর অভিযোগে বীরভূমের রামপুরহাট গভঃ হাসপাতালে ভাঙচুর গ্রেপ্তার-১২

শম্ভুনাথ সেনঃ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর এবং কর্তব্যরত চিকিৎসককে মারধোর করার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, গতকাল পথ দুর্ঘটনায় জখম হয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পাইকর থানার হাবিসপুর গ্রামের আনসারুল সেখকে। সন্ধ্যায় তিনি মারা যান। এরপরই ভুল চিকিৎসার অভিযোগ তুলে সন্ধ্যার পর অন্তত ৭০-৮০ জন লোকজন এসে হাসপাতালে হামলা চালায় ও ভাংচুর করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধোর করা হয়। এই ঘটনায় রাতেই তল্লাশি চালিয়ে রামপুরহাট থানার পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। আজ ৪ আগষ্ট অভিযুক্তদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সাব্বির সেখ ও ফিটু সেখ নামে দুজনকে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকী দশ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *