শম্ভুনাথ সেনঃ
বিগত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টি, অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙে গেছে বীরভূমের লাভপুর বিধানসভা এলাকার ঠিবা গ্রাম পঞ্চায়েতের ঠিবা গ্রামে “কুঁয়ে” নদীর বাঁধ। জলের প্লাবনে গৃহহীন বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগেই। শেষ সম্বল টুকু হারিয়ে অনেকে হা হুতাশ করছেন। ধান চাষের রোয়া জমি জলমগ্ন। চাষীদের মাথায় হাত। সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শন এবং সহায় সম্বল মানুষজনদের পাশে দাঁড়াতে আজ ৬ আগষ্ট সরেজমিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ।
ইরিগেশন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকা স্পিড বোর্ডে চেপে তানি পরিদর্শন করেন। সেই সঙ্গে জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর এমন সব গ্রামের মানুষজনদের রান্না করা খাবার বিলি করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষজনদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আগামীকালও ৭ আগষ্ট এলাকার বেশ কয়েকটি গ্রামে তিনি ত্রাণ পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।