
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম তীর্থভূমি তন্ত্রক্ষেত্রে তারাপীঠ। আজ ৬ আগষ্ট, মঙ্গলবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন দুপুর ১২.৩০ মিঃ নাগাদ তারাপীঠ মন্দিরে আসেন তিনি। তারপর মা তারাকে পুজো দেন। তিনি মা তারার গলায় লাল জবা, পদ্ম ফুলের মালা পরিয়ে দেন। পরে নিজের সংসার ও সমাজের মঙ্গল কামনা ক’রে তিনি তারা মায়ের কাছে প্রার্থনা করেন। এদিন সাংবাদিকরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দিতে তিনি রাজি হননি। তবে এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে তিনি বলেন, আমি প্রতিবেশী রাষ্ট্রের সমন্ধে কোন কথা বলবো না। যা বলার কেন্দ্রীয় সরকার বলবে।