বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আলোচনা সভা সদর সিউড়ীতে

শম্ভুনাথ সেনঃ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার, তাদের প্রতি কেমন ব্যবহার কেমন করা উচিত এই বিষয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় গতকাল ৫ আগষ্ট সদর সিউড়িতে জেলাশাসকের কনফারেন্স হলে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা জজ, জেলাশাসক বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব তথা বিচারক সুপর্ণা রায়, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ জেলা পুলিশের একাধিক আধিকারিকগণ।

এই আলোচনায় বীরভূমের ১৯ টি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের ভার্চুয়ালি যুক্ত করা হয়। বীরভূমে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের ওপর কেমন আচরণ হওয়া উচিত, আইন সংগতভাবে সেই সব শিশুরা কতটা সুযোগ-সুবিধা পাচ্ছে, যদি কোনো কারণে লঙ্ঘিত হচ্ছে তাহলে কি করনীয় এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন উপস্থিত সংকৃষ্ট দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালত থেকে প্রেরিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত সে বিষয়ে নানা প্রশ্নের সমাধান খুঁজতে এই আলোচনা সভা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *