বীরভূমের নলহাটির মেহেগ্রামে নিম্নমানের খাবারের অভিযোগে অঙ্গনওয়ারী সেন্টারে তালা বন্ধ

শম্ভুনাথ সেনঃ

অঙ্গনওয়ারী কেন্দ্রে নিম্ন মানের খাবার সরবরাহ এবং বরাদ্দ অনুযায়ী খাবার না দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সেইসঙ্গে অনিয়মিতভাবে অঙ্গনওয়ারী কেন্দ্র চালানোর প্রতিবাদে আজ ৬ আগষ্ট সেন্টারে তালা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকরা। বিক্ষোভকারীদের লাগিয়ে দেওয়া তালা ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠে সুদীপ দাস মহলদার নামে স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে। এই মেহেগ্রামের অঙ্গনওয়ারী কেন্দ্রের অভিভাবকদের অভিযোগ, এই অঙ্গনওয়ারি কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়া হয়। বরাদ্দ থাকলেও ডিম দেওয়া হয়না। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। আজ অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মীকে বিষয় জানানো হলে তিনি অবিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরই অভিভাবকেরা ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। তবে অনিয়মিতভাবে অঙ্গনওয়ারি কেন্দ্র খোলার অভিযোগ স্বীকার করেছেন ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী শোভা দাস। তিনি জানান, নিজের শরীর অসুস্থ থাকার কারণে নিয়মিত অঙ্গনওয়ারি কেন্দ্র খুলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *