দীপককুমার দাসঃ
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে সিউড়ি রবীন্দ্র সদনে বুধবার ২২শে শ্রাবণ রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত হলো। এদিন সন্ধ্যায় কবিগুরু স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ অনুষ্ঠানে সিউড়ির বিভিন্ন নৃত্যদল রবীন্দ্র নৃত্য পরিবেশন করে। এছাড়া রবীন্দ্র সংগীত পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গীত শিল্পীরা। কবিতায়, কথায়, নৃত্যে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয়ে উঠে জমজমাট। বীরভূমের জেলা শাসক রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দুটি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এদিন এই অনুষ্ঠান দেখতে সিউড়ি রবীন্দ্র সদনে ভিড় করেছিলেন রবীন্দ্র অনুরাগীরা।