বোলপুর পুরসভার উদ্যোগে বিনম্র রবীন্দ্র প্রণাম বাইশে শ্রাবণে

বিজয়কুমার দাসঃ

২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বোলপুর পুরসভা দু দিনের বিনম্র রবীন্দ্র প্রণামের আয়োজন করল সাড়ম্বরে ও সশ্রদ্ধায়। অনুষ্ঠানের শিরোবাম ছিল “হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ”- রবীন্দ্রনাথের গান আর কবিতা দিয়ে গ্রন্থিত এই অনুষ্ঠানে ভাষ্যে, সঙ্গীতে, যন্ত্রসঙ্গীতে বোলপুরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের এক ছাতার তলায় নিয়ে এসেছিল বোলপুর পুরসভা। মঞ্চসজ্জায়, শিল্পীদের পোশাক পারিপাট্যে সর্বোপরি কথা কবিতা গানে গ্রন্থিত এই নিবেদন যথার্থই প্রণামাঞ্জলি হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে অতিথির আসনে উপস্থিত ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিনহা, সঙ্গীতশিল্পী অভীক ঘোষ সহ বিশিষ্টজনেরা উপস্থিত থেকে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের পর কথার মালা সাজিয়ে প্রণাম নিবেদন করেন বিশ্বকবির প্রতি। বিশ্বভারতীর অনুষ্ঠান উদযাপন করে উপাচার্য অরবিন্দ মন্ডল অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরসভার এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তাঁর কথা বললেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ “হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ” পর্বে পুরপ্রধানা তথা রবীন্দ্রগানে নিবেদিতপ্রাণা শিল্পী পর্ণা ঘোষের নেতৃত্বে রবীন্দ্র কবিতা ও রবীন্দ্র গানের যে আলেখ্যটি পরিবেশিত হল তা সহস্রাধিক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। বোলপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীদের এক মঞ্চে একসাথে মিলিয়ে বোলপুর পুরসভা যে বার্তা দিল, তা নি:সন্দেহে সংস্কৃতির সুবাতাস বইয়ে দিল রবীন্দ্রভাবনায় মুখরিত হয়ে। মূল অনুষ্ঠানের পরে যথাযথ মর্যাদায় অনুষ্ঠান অঙ্গণে বৃক্ষরোপণ করা হল। উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচিতে শহরের সাংস্কৃতিক সংগঠনগুলির পরিবেশিত বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *