জমি ফেরতের দাবিতে আদিবাসীদের বীরভূমের বোলপুর-সিউড়ি রাস্তায় অবরোধ

শম্ভুনাথ সেনঃ

প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পুনরায় বীরভূমের পারুই সংলগ্ন এলাকায় ‘সবুজপত্র’ আবাসনে নির্মাণ কাজ শুরু হয়েছে ৷ আর তারই প্রতিবাদে আজ ৭ আগষ্ট, বুধবার সকাল থেকে বোলপুর-সিউড়ী রুটের সরপুকুরের সন্নিকটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জমিহারা আদিবাসী কৃষকরা৷ তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও প্রশাসন চাষিদের পাট্টা জমির সীমানা চিহ্নিত করে দেয়নি৷ তাছাড়া এই জমির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে ৷ আজ অবরোধের জেরে পথচলতি মানুষজন পড়েন বিপাকে ৷
উল্লেখ্য, বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা এলাকায় আদিবাসীদের পাট্টা পাওয়া জমিতে সবুজপত্র নামে একটি বেসরকারি আবাসন গড়ে উঠেছে৷ অভিযোগ সেই জমি কার্যত ভয় দেখিয়ে দখল নেওয়া হয়েছে। জমি ফেরত পেতে বীরভূম জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, বোলপুর মহকুমা শাসকের কাছে আগেই অভিযোগ জানিয়েছেন জমিহারা চাষিরা৷ প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ‘সবুজপত্র’ আবাসনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। গত সপ্তাহে জমি হারাদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিন আবার সকাল থেকে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘সবুজপত্র’ আবাসনের নির্মাণ কাজ শুরু হতেই পথ অবরোধ করেন জমিহারারা৷ রাস্তায় বাইক, সাইকেল, বাঁশ রেখে, হাতে তীর-ধনুক নিয়ে তারা বিক্ষোভ, অবরোধে সামিল হন। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।অবরোধকারীদের পক্ষে শ্যামলাল হাঁসদা, রাবণ মুর্মুরা জমি ফিরে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *