
শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। উন্নত প্রযুক্তি সত্ত্বেও আজও কারখানায় রক্ত তৈরি করা যায়নি। তাই একটি মুমূর্ষ মানুষের জীবন বাঁচে আরেকটি মানুষের রক্তদানে। আসন্ন ৭৮ তম স্বাধীনতা দিবসকে উৎসর্গ করে আজ ১৩ আগষ্ট বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১৪ নাম্বার ওয়ার্ডে “উজ্জ্বল সংঘ” ও “প্রতিদ্বন্দ্বি” ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। “প্রচেষ্টা” ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিন সদস্যদের রক্তদানের পাশাপাশি ক্লাব সংলগ্ন অঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর সুভাষ মেটে, সাগর কুণ্ডু, বিশিষ্ট সমাজ সেবী জগন্নাথ দত্ত, রাজু ধীবর, সুধীর কুণ্ডু, ক্লাব সভাপতি কাজল দত্তমুদি, সম্পাদক দেবব্রত দে সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এদিন রক্ত সংগ্রহ করে। মোট ৩০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ৪ জন মহিলা। এ তথ্য জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
