
শম্ভুনাথ সেনঃ

সারা দেশের সাথে বীরভূমেও আজ ১৫ আগস্ট যথোচিত শ্রদ্ধায় ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর সিউড়িতে। বীরভূম জেলা সমাহর্তা বিধান রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমেই এদিন শহীদ বেদীতে মাল্যদান করা হয়। পরে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তুলে ধরেন জেলার স্বাধীনতা সংগ্রামীদের কথা। এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিশিষ্ট মানুষজন সহ জেলা প্রশাসনের সকল আধিকারিকরা।

এদিন স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, আদালত, লাইব্রেরী, ক্লাব, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও নিজের বাড়িতে এদিন তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলিত হয় জেলা জুড়ে। বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের পক্ষ থেকেও এদিন যথোচিত মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ তপন কুমার পরীচ্ছা। সঙ্গে ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা কর্মী, ছাত্র-ছাত্রী সহ ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের পড়ুয়ারা। এদিন কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে দিবসের তাৎপর্য নিয়ে নাটক পরিবেশিত হয়।
