ক্ষুদ্র-ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প মন্ত্রীর পাশাপাশি “কারা” দপ্তরের দায়িত্ব পেলেন বীরভূমের বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ক্ষুদ্র-ছোট, মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প মন্ত্রীর পাশাপাশি রাজ্যের কারামন্ত্রীর দায়িত্ব দেওয়া হল৷ এর আগে কারামন্ত্রী ছিলেন অখিল গিরি৷ বন দপ্তরের এক মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে বেশ কয়েকদিন আগেই তাঁকে মন্ত্রিত্ব খোয়াতে হয়৷ তারপর থেকে কারা দপ্তরের দায়িত্বে ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়৷ সেই মত পূর্ব মেদনীপুর জেলার তাজপুরে সমুদ্র সৈকতের ধারে বন দপ্তরের জমিতে বেআইনিভাবে দোকান তৈরির অভিযোগে চলে উচ্ছেদ অভিযান। ৩ আগস্ট সেখানে হাজির হয়ে সংশ্লিষ্ট বনবিভাগের আধিকারিককে রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রীতিমতো হুমকি দেন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল৷ পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেসের তরফে সুব্রত বক্সি অখিল গিরিকে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার নির্দেশ দেন৷ সেই নির্দেশক্রমে ৪ আগস্ট কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অখিল গিরি। এতদিন এই দপ্তরের দায়িত্বে ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে খোদ মুখ্যমন্ত্রীর হাতে এই দপ্তর না রেখে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। একইসাথে একটা জল্পনা তৈরি হয়েছিল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-ছোট, মাঝারি ও বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে এই দায়িত্ব দেওয়া হবে। আজ ১৪ আগষ্ট সেই জল্পনার অবসান হল৷ কারামন্ত্রীর বাড়তি দায়িত্ব পেলেন চন্দ্রনাথবাবু৷ নতুন একটি দপ্তরের দায়িত্ব পেয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন।কারা দপ্তরে গিয়ে সবার সঙ্গে পরিচয় করে কাজ বুঝে নিতে হবে। মুখ্যমন্ত্রী যখন ভরসা করে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই ভরসা রাখতে আমাকে এখন ভালো কাজ করে দেখিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *