তরুণী চিকিৎসকের খুনের প্রতিবাদে মাঝরাতে রাস্তা দখলের আন্দোলনে সামিল বীরভূমের মা-মেয়েরা

শম্ভুনাথ সেনঃ

আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজ্য। ১৪ আগষ্ট মাঝরাতে রাস্তা দখলের আন্দোলনে সামিল সারা রাজ্যের মহিলারা। বীরভূমের বিভিন্ন জায়গায় রাত্রি দশটা থেকেই পথে নামেন সব বয়সের মা- মেয়েরা। দুবরাজপুরে প্ল্যাকার্ড হাতে কেউ বা মোমবাতি হাতে জমায়েত হন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে “we want Justice” ধ্বনিতে সোচ্চার হন সকলে। শঙ্খধ্বনির পাশাপাশি গাওয়া হয় দেশাত্মবোধক সংগীত। তবে শুধু মহিলারাই নন, অনেক জায়গায় এই প্রতিবাদে সামিল হন পুরুষরাও। বীরভূমের সিউড়ি, বোলপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, রামপুরহাট, তারাপীঠ এমন বীরভূমের বিভিন্ন জায়গায় মহিলাদের পাশাপাশি এই সমবেত প্রতিবাদে স্বতঃস্ফূর্ত অংশ নেন দলমত নির্বিশেষে সব শ্রেনির মানুষজন।

১৪ আগস্ট নির্ধারিত ১১.৫৫ মিনিটের বহু আগেই রাস্তা দখল নেয় তারা। আগুনের পরশমনি.. গানের সুরে “উই ওয়ান্ট জাস্টিস” বলে গলা মেলান বিভিন্ন বয়সের মহিলারা। মেয়েদের নিরাপত্তা চেয়ে এরকম আন্দোলন অনেকদিন দেখেননি রাজ্যের সাথে বীরভূমবাসীও। যেখানে সাধারন ঘর থেকে বেড়িয়ে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে। কেউ কাউকে ডেকে আনেননি। সবাই এদিন বিবেকের ডাকেই সাড়া দিয়ে সামিল হয় প্রতিবাদী আন্দোলনে। নারী শক্তির স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এ যেন অভুতপুর্ব। বীরভূমের সর্বত্র দলমত নির্বিশেষে নারী-পুরুষ সমবেত হয় এই প্রতিবাদ মিছিলে। সকলের একটাই দাবি আমরা বিচার চাই। এদিন সারারাত প্রতিবাদ মিছিলের সব জায়গাতেই পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মহিলারা প্রতিবাদে এদিন সত্যি সত্যি মাঝরাতে রাস্তা দখল নিয়ে নেয় প্রতিবাদী নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *