বীরভূমের কেন্দুলিতে কবি জয়দেব সাধারণ পাঠাগারে জাতীয় পতাকা উত্তোলন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

শম্ভুনাথ সেনঃ

সারা দেশের সাথে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীর, কবি জয়দেব সাধারণ পাঠাগারে, আজ যথোচিত শ্রদ্ধায় ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুর সাত্তার। এদিন স্থানীয় জনুবাজার পিতাম্বর হাইস্কুল এবং সাহাপুর হাইস্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। পাঠাগারের একজন সদস্য প্রয়াত স্বরাজ কুমার দাসের আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও শতাধিক বইপ্রেমী সাধারণ মানুষজন। উল্লেখ্য,এদিন উপস্থিত জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র সুকুলকে অনুষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত বলা যায় কবি জয়দেব সাধারণ পাঠাগারটির কোনো নির্দিষ্ট ভবন নেই। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির একটি রুমে এই পাঠাগার চলছে। আগামী দিনে এই সাধারণ পাঠাগারের নিজস্ব ভবন নির্মাণ এবং কিভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে পাঠকদের উন্নতমানের পরিষেবা দেওয়া যায় সে কথায় এদিন বক্তারা তুলে ধরেন। তবে সুখের কথা উপস্থিত এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তার নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *