আর.জি.করের নৃশংস ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা বীরভূমে বিজেপির বিক্ষোভ, অবরোধ

শম্ভুনাথ সেনঃ

“দফা এক, দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ” এমন স্লোগান দিয়ে আজ ১৬ আগষ্ট বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে বীরভূম জেলা বিজেপি।
আর.জি.করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের মহিলাদের সুরক্ষিত করা এবং লুম্পেন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকে আজ ১৬ আগষ্ট সারা রাজ্যের সাথে বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর এমন সব বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গঁড়াইয়ের নেতৃত্বে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে এই কর্মসূচিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন জেলার দুই সহ-সভাপতি উত্তম ব্যানার্জি, দীপক দাস সিউড়ি নগর মণ্ডলের সভাপতি সুনয়ন ভান্ডারী সহ বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় নির্দেশ অনুসারে আধ ঘন্টার পর নিজেরাই অবরোধ তুলে নেন।

দুবরাজপুরেও জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্বে থানার সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে। হাতে প্লেকার্ড নিয়ে বসে পড়েন। তাতে আধঘন্টা যানজটের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর মণ্ডলের সভাপতি করুণাময় মুখার্জি, মুন্না তেওয়ারি প্রমুখ। নলহাটির বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক বিজেপির কার্যকর্তাগন। এই অবরোধ কর্মসূচিতে মহিলারাও সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *