শম্ভুনাথ সেনঃ
কোনো সরকারি সাহায্য ছাড়াই এলাকার শিশুদেরকে নিয়ে কাজ করছে বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই “পাঠশালা অভিযান”। দুঃস্থ,অসহায়, প্রজন্মের প্রথম পড়ুয়া, পয়সার অভাবে যাদের টিউশন পড়ার ক্ষমতা নেই এইসব শিশুদেরকে শিক্ষাদান, অঙ্কন, সামাজিক ভাবে সচেতন করার দায়িত্ব নিয়ে শিশুদের সামগ্রিক বিকাশের অনুশীলন ক্ষেত্র হিসেবে এগিয়ে চলেছে চিনপাই গ্রামের এই সংস্থা। ২০২১ সালে এই সংস্থার জন্ম। সংস্থার কর্ণধার গ্রামেরই এক গৃহবধূ অঙ্কিতা মিত্রের ভাবনায় এমন পাঠশালা অভিযান গড়ে উঠেছে। সংস্থার উদ্যোগে ১৫ আগস্ট ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারাদিন ধরে পাঠশালা অভিযান প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। শতাধিক শিশু ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এদিন ঝুলন যাত্রার সূচনা হয়। কচিকাঁচারা এদিন মানব ঝুলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।সারাদিন ব্যাপী নাম সংকীর্তন, সামাজিক আলোচনা সহ ধর্মীয় এই অনুষ্ঠানে মুখরিত হয় সমগ্র এলাকা। উল্লেখ্য, সারাবছর পাঠশালা অভিযান বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিযুক্ত থাকে। এবার এই ঝুলন উৎসব একটি নতুন প্রয়াস। সংস্থার আয়োজক অঙ্কিতা মিত্র জানিয়েছেন, “আগামী দিনে পিছিয়ে পড়া শিশুরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তেমন ভাবনা নিয়ে পথচলা পাঠশালা অভিযানের”। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, চিনপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিউ সাহা সহ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাসুদ করিম মণ্ডল, নবনীতা ঘোষ প্রমুখ অনুরাগী মানুষজন।