সেখ রিয়াজুদ্দিনঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তর এই ক্রীড়াপ্রেমী দিবসকে সামনে রেখে রাজ্যের সার্বিক খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে এবং জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এই দিনটিকে রাজ্যব্যাপী খেলা হবে দিবস হিসেবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেরূপ রাজ্যের অন্যান্য জায়গার ন্যায় শুক্রবার ১৬ আগষ্ট খয়রাশোল ব্লক ও পঞ্চায়েত সমিতির আয়োজনে খেলা হবে দিবস পালিত হয় খয়রাশোল ব্লকের বড়রা ফুটবল মাঠে।ব্লক এলাকার চারটি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। পায়ে বল ঠেলে খেলার শুভসূচনা করেন সমাজসেবী উজ্জ্বল হক কাদেরী। চুড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় বড়রা ফুটবল দল ও খয়রাশোল এস এফ এস ফুটবল দলের মধ্যে চূড়ান্ত মধ্যে। চূড়ান্ত পর্যায়ের খেলায় খয়রাশোল এস এফ এস কলেজ ফুটবল দল বড়রা ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি ছাড়াও দুই দলের খেলোয়ারদের মেডেল ও মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. সৌমেন্দু গাঙ্গুলী, কাঁকড়তলা থানার ও সি পূর্ণেন্দু বিকাশ দাস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, ব্লক ক্রীড়া দপ্তরের পক্ষে বিমল পাল, জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, শিক্ষক শ্যামল কুমার গায়েন ও উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী মৃনালকান্তি ঘোষ, কাঞ্চন দে, সেখ জয়নাল সহ বহু বিশিষ্টজন।