সেখ রিয়াজু্দ্দিনঃ
২০১৪ সালের ১৬ আগষ্ট সন্ধ্যায় তৎকালীন খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জী নিজ গ্রাম পাঁচড়া হাটতলায় পূজার সামগ্রী কেনাকাটার মুহুর্তে আততায়ীর গুলিতে প্রাণ হারান। মৃত্যু পরবর্তীতে প্রত্যেক বছর পাঁচড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জী ভবনে স্মরণসভা পালন করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবারেও ১৬ আগষ্ট ২০২৪ প্রয়াত অশোক মুখার্জী ভবনে দলীয় পতাকা উত্তোলন ও আবক্ষ মূর্তিতে মাল্য দান পরবর্তীতে স্মৃতিচারনা করা হয়। প্রয়াত অশোক মুখার্জীর চিন্তা ভাবনা তথা এলাকার উন্নয়নের তাগিদে যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে ব্লক তৃণমূল নেতৃত্ব হাঁটছে এবং আগামীদিনে তার বাকি স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবো বলে সকল বক্তা তাদের বক্তব্যে স্পষ্ট করেন। উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জীর ভাই রজত মুখার্জী, খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, ব্লক তৃণমূল নেতৃত্ব সেখ জয়নাল, জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠানসূচী সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন শহীদ অশোক মুখার্জীর ভাই রজত মুখার্জী।