সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মত জঘন্য ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে প্রতিবাদে সামিল সমগ্র রাজ্যের মানুষ। সেইরূপ শনিবার দিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রতিটি ব্লক ভিত্তিক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহযোগে একটি মিছিল খয়রাশোল বাজার, থানা,বাসষ্ট্যাড সহ গ্রাম পরিক্রমা করে এবং খয়রাশোল বাসস্ট্যান্ড চত্বরে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে, মা-বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান। দোষীদের ফাঁসি চাই। রাম-বাম-শ্যাম এর চক্রান্ত বন্ধ হোক। রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে ইত্যাদি দাবি তোলা হয় সভা থেকে। এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হোক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, ব্লক তৃণমূল নেতৃত্ব সেখ জয়নাল, ব্লক মহিলা তৃণমূল নেত্রী রুনু সিংহ, কেনিজ রাশেদ প্রমুখ নেতৃত্ব।