শম্ভুনাথ সেনঃ
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল। শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ ১৭ আগষ্ট দোষীদের ফাঁসির দাবিতে বিকাল ৪ টা নাগাদ বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌনমিছিল পথে নামে। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণীর সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর জি কর মেডিকেল কলেজের প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ক’দিন ধরেই চলছে ধিক্কার, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। বিচারের দাবিতে গত ১৪ আগস্ট মধ্যরাতে মহিলারা রাস্তা দখল করে। দোষীদের শাস্তির দাবিতে ১৬ আগষ্ট এসইউসিআই রাজ্যজুড়ে বন্ধের ডাক দেয়। এই নিন্দনীয় ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ডাক্তার, চিকিৎসক থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রতিবাদ আন্দোলনে নেমেছে। আজ ১৭ আগস্ট IMA পক্ষ থেকে ২৪ ঘন্টা রাজ্যজুড়ে সরকারি হাসপাতালগুলিতে আউটডোর সহ সমস্ত জেনারেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র খোলা ছিল জরুরী বিভাগ। এমবিবিএস পাশ করা তরুণী চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েট করতে গিয়ে হাসপাতালের ভিতর খুন ও ধর্ষণের শিকার। দেরীতে হলেও এই নারকীয় ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।