সুসংহত শিশু বিকাশ প্রকল্পের বিভিন্ন পদের ফল প্রকাশের তালিকায় বিভ্রান্তির অভিযোগ, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি পদের জন্য লিখিত পরীক্ষায় পাশ করেও ইন্টারভিউতে ডাক না পাওয়ার অভিযোগ উঠেছে খয়রাশোল ব্লক এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ আদালতের দ্বারস্থ হবার পথে খয়রাশোল ব্লকের তিন গৃহবধূ। উল্লেখ্য গত বছরের ২৩ ডিসেম্বর জেলা জুড়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের বিভিন্ন শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে গত ৮ আগস্ট ২০২৪ বীরভূম জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি খয়রাশোল ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর অফিসে অঙ্গনওয়াড়ি পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বরের তালিকা দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়। সেখানে নাম রয়েছে খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানা অন্তর্গত বড়রা গ্রামের চুমকি দে (অধিকারী), পারসুন্ডি গ্রাম পঞ্চায়েতের শম্পা তিওয়ারি এবং নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের বর্ণালী সাহা মন্ডল। তিন জনেরই অভিযোগ যে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম থাকা সত্ত্বেও বাকি সকলের কাছে ইন্টারভিউ লেটার এসে পৌঁছালেও উপরিউক্ত তিনজন গৃহবধূকে ডাকা হয়নি তথা ইন্টারভিউ লেটার আসেনি। এরপরেই স্থানীয় ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে অভিযোগ জানাতে গিয়ে দেখেন প্রকাশিত পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়ালে থাকা দেওয়া নামের তালিকা বদলে ফেলা হয়েছে। সেখানে সকলের নাম থাকলেও এই তিন গৃহবধূরই শুধু নাম নেই। এরপরই বড়রা গ্রামের গৃহবধূ চুমকি দে (অধিকারী) জেলাশাসকের কাছে বিষয়টি লিখিত আকারে অভিযোগ করেন। তাতেও কোন সুরাহা না মেলায় ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *