
সেখ রিয়াজুদ্দিনঃ
মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে বুধবার ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয়। পাশাপাশি বন্ধের বিরোধিতার ডাক দেয় রাজ্য তৃণমূল। সেই প্রেক্ষিতে বুধবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খয়রাশোলে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে স্থানীয় বাজার, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে খয়রাশোল বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মনাশা বন্ধ চান না। যার প্রেক্ষিতে স্থানীয় দোকান বাজার যেন খোলা থাকে এবং অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল সহ সমস্ত কিছু স্বাভাবিক থাকে এজন্য পথ চলতি মানুষজন সহ সকলকে নির্ভয়ে চলাচল ও ব্যবসা চালু রাখার আহ্বান জানানো হয়। এদিন খয়রাশোল ব্লক, পোস্ট অফিস, ব্যাংক সহ অন্যান্য সরকারি দপ্তর গুলির পাশাপাশি দোকান বাজার ও অন্যান্য দিনের মতো খোলা রয়েছে এবং কর্মীদের উপস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলের অগ্রভাগে ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে, ব্লক ছাত্র নেতা সেখ জন সহ অন্যান্য নেতৃত্ব। খয়রাশোল ব্লকের দশটি পঞ্চায়েত এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য। উল্লেখ্য বন্ধের প্রভাবে যাত্রীবাহী বেসরকারি বাসের দেখা না মিললেও যাত্রীরা অটো টোটোর মাধ্যমে স্বাভাবিক ভাবে আসা যাওয়া করছেন। এদিকে খয়রাশোল ব্লক অফিসের পাশে অবস্থিত দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহার বিধায়ক কার্যালয়ে তালা লাগানো থাকায় কোনো বিজেপির কর্মীদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি।
