শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা গতকাল ২৭ আগষ্ট নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি ১২ ঘন্টা বন্ধের ডাক দেয়। আজ ২৮ আগষ্ট বীরভূম জেলায় মিশ্র তার প্রতিক্রিয়া পড়েছে। এদিন সকালে জেলা বিজেপির কর্মকর্তারা জেলা জুড়ে বন্ধ সমর্থনে মিছিল করে। জেলায় বিভিন্ন জায়গায় সরকারি বাস কিছু রাস্তায় চলাচল করলেও বেসরকারি বাস রাস্তায় তেমনভাবে চলাচল করেনি। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু বাজার হাট খোলা থাকলেও বেশ অনেক জায়গায় দোকানপাট সব বন্ধ ছিল। এদিন এই বন্ধকে কেন্দ্র করে জেলা জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বন সমর্থনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয়। দুবরাজপুর ১৪ নম্বর জাতীয় সড়কে পোদ্দারবাঁধ এলাকায় বিজেপির বন্ধ সমর্থনকারীরা টায়ার জ্বেলে প্রতিবাদ করলে পুলিশ ধরপাকড় শুরু করে। দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার বিশ্বনাথ দত্ত ওরফে রাজু দত্ত, বিজেপি নেত্রী তুলসী দাস এমন বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে জেলা সদর সিউড়িতে জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে বন্ধ সমর্থনকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। শেষ পর্যন্ত পুলিশ ধ্রুব সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘন্টা চারেক পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দলীয় সূত্রে খবর।