বীরভূমের ইলামবাজারে বিজেপির ডাকা বাংলা বন্ধে তেমন কোনো প্রভাব পড়েনি বলে দাবি তৃণমূলের

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে ব্যাপক অরাজকতা ও আইন শৃঙ্খলার অবনতির কারণে বিজেপি আজ ২৮ আগস্ট, বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে। তবে এই বন্ধে বীরভূমের ইলামবাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। নিত্য দিনের মতোই দোকানপাট খুলেছে, রাস্তায় চলছে বাস, লরি, টোটো, ট্যাক্সি। সাধারণ মানুষ প্রতিদিনের মতো সাধারণ ভাবেই যাওয়া আসা করছে। বরং বন্ধের বিরোধিতা করে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের একটি মিছিল এলাকা পরিক্রমা করে। বন্ধ না করার জন্য সাধারণ মানুষের কাছে তারা আহ্বান জানান। এলাকার ব্লক অফিস, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, হাসপাতাল সবই খোলা ছিল বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতৃত্ব জানান। এই মিছিলে নেতৃত্ব দেন এলাকা তৃণমূল নেতৃত্ব সেইসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় প্রমুখ। মিছিলে ছিলেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। অন্যদিকে ১২ ঘণ্টার বন্ধের সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা রাস্তায় নামে। পুলিশ অবশ্য সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। অবশেষে পুলিশের সাথে বিজেপির ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত বিজেপির ৮ জনকে আটক করে বলে বিজেপির ইলামবাজার ব্লক সভাপতি শুকদেব বিশ্বাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *