দীপককুমার দাসঃ
গত ১৪ আগস্ট রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বর দখল নিয়েছিল মেয়েরা। আর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিউড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে আবারও বাসস্ট্যান্ড চত্বর দখল নিল প্রতিবাদীরা। আজ বিকেলে সিউড়ির জেলা স্কুল, বেনীমাধব ইনস্টিটিউট, কালিগতি নারী শিক্ষা নিকেতন, আর টি গার্লস হাইস্কুল, চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা ও প্রাক্তনীরা নিজের নিজের স্কুল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে আসে। সময় যত গড়াতে থাকে ততই তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাসস্ট্যান্ড চত্বর। কেউ মশাল হাতে, কেউ হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে, কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদে মুখর হন। এই মিছিলে পা মেলান সিউড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ কল্যাণ ভট্টাচার্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উজ্জ্বল হক, মহিলাদের রাত মিছিলের আহ্বায়ক ডালিয়া চৌধুরীসহ বহু বিশিষ্ট ব্যক্তি। গত ১০ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে তরুণী উদ্ধার, ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সহ মহিলাদের উপর ঘটে চলা নির্যাতনের বিরুদ্ধে সরব হন। বাসস্ট্যান্ড চত্বর সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে আর জি কর কাণ্ডের দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।